দাঁত পড়ে গেলে আর চিন্তা নেই , দাঁত গজানোর ওষুধ আবিষ্কার করলো জাপান

 



নিউজ ডেস্ক - দাঁতের সমস্যা নিয়ে ভোগেননি সবচেয়ে কষ্টকর, দাঁতে ব্যথা যেমন ধরাশায়ী করে দিতে পারে, তেমনই, দাঁত পড়ে গেলে তা মানুষের সৌন্দর্যকেও নষ্ট করে দিতে পারে। বর্তমানে কোনও কারণে দাঁত পড়ে গেলে, কিংবা, দাঁত তুলে ফেলতে হলে, সেই জায়গাটা ফোকলাই থেকে যায়। কেউ কেউ নকল দাঁত ব্যবহার করেন অথবা বাঁধিয়ে নেন। কিন্তু, কেমন হত যে যেমন ফের চুল গজায়, তেমনই দাঁত পড়ে যাওয়ার পর, মাড়ির ওই অংশ দিয়ে ফের দাঁত গজাতো ।এটাকেই বাস্তব করে দেখিয়েছেন একদল জাপানি গবেষক। তারা একটি নতুন ওষুধ তৈরি করেছেন, যার সাহায্যে মানুষের দাঁত পড়ে গেলে ফের দাঁত গজাতে পারে।

মানুষের মাড়িতে ‘ইউটারিন সেনসিটাইজেশন অ্যাসোসিয়েটেড জিন-১ প্রোটিন’ বা ‘ইউএসএজি-১ প্রোটিন’ (USAG-1) নামে একটি অ্যান্টিবডি থাকে। এই অ্যান্টিবডিই ফের দাঁত গজানোকে প্রতিরোধ করে। জাপানের কিয়োটো ইউনিভার্সিটি হাসপাতালের বিজ্ঞানীরা এই ইউএসএজি-১ প্রোটিনকে দমন করতে পারে এমন এক ইন্ট্রাভেনাস (সরাসরি শিরায় ওষুধ দেওয়া) আবিষ্কার করেছেন। কিন্তু এই চিকিৎসায় সত্যি সত্যি ফের মানুষের দাঁত গজাবে কিনা, তা এখনও পরীক্ষিত করা হয়নি। বেজি এবং ইঁদুরের উপর প্রয়োগ করে দেখা গিয়েছে, কোন উল্লেখযোগ্য পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ওষুধটি কাজ করছে। তবে হিউম্যান ট্রায়াল, অর্থাৎ, মানুষের উপর পরীক্ষা এখনও হয়নি।

২০২৪ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫-এর অগস্ট মাস পর্যন্ত মানবদেহের উপর এই নতুন ওষুধের প্রথম পরীক্ষা করা হবে। কিয়োটো ইউনিভার্সিটি হাসপাতালের বিজ্ঞানীরা জানিয়েছেন যে , ৩০ থেকে ৬৪ বছর বয়সী ৩০ জন পুরুষের উপর এই পরীক্ষা চালানো হবে। অন্তত একটি করে ‘মোলার’ বা মাড়ির দাঁত পড়ে গিয়েছে, এই ভাবেই বাছা হবে এই পুরুষদের। সেই পরীক্ষা সফল হলে, গবেষকরা যাদের আংশিকভাবে ‘ইডেন্টুলিজম’ আছে, অর্থাৎ, এক থেকে পাঁচটি দাঁত নেই, তাদের উপর এই ওষুধ প্রয়োগ করা হবে।

গবেষণা দলের প্রধান তথা কিয়োটো ইউনিভার্সিটি হাসপাতালের ডেন্টিস্ট্রি এবং ওরাল সার্জারি বিভাগের প্রধান, কাতসু তাকাহাশ জানছেন যে , হিউম্যান ট্রায়াল ফল ভালো হলে , ২০৩০ সালের মধ্যেই বাজারে পাওযা যাবে ওষুধটি।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন