বড় বড় চুল পিছনে পনিটেল! বাংলাতেও শাহরুখ খান! নতুন লুকে রাতারাতি ভাইরাল ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব



নিউজ ডেস্ক : অভিনেতা দেব বরাবরই সমালোচনার শীর্ষে থাকতো, সিনেমা জগতের প্রথম দিকে তাকে ব্যাপকভাবে কটাক্ষ করা হতো তার উচ্চারণ নেই একই সাথে অভিনয় পারে না বলেও ট্রল করা হতো। কিন্তু সেই দেব এখন তিনবারের লোকসভা ভোটে নির্বাচিত জয়ী সংসদ সময়ের সাথে সাথে তিনি নিজেকেও অনেকটাই পাল্টে ফেলেছেন গতকাল রাতে নিজের সোশ্যাল মিডিয়ায় দুটো ছবি শেয়ার করেছেন। তা দেখে ভক্তদের চক্ষু চরক গাছ তার ছবিটিকে কেন্দ্র করে নেট পাড়ার রীতিমত বাংলায় শাহরুখ খানের প্রতিচ্ছবি এমনই কানাঘুষে শোনা যাচ্ছে পাশাপাশি তার এই লক ভীষণভাবে ভাইবাল হচ্ছে মাথার পিছনে দুটো ঝুঁটি বেড়েছেন তিনি মানেটা হচ্ছে বড় বড চুল আর পিছন দিকে রয়েছে পনিটেল এই লোকে দেখে ভক্তদের চক্ষু একেবারে ছানা বড়া। একজন লিখেছেন, ‘শাহরুখ খানের মতো করে চুল বেঁধেছ দাদা, জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। অপরজন লেখেন, ‘দাদা এই লুকটাই রাখো। খুব ভালো লাগছে।’ তৃতীয়জনের মন্তব্য, ‘একমাত্র ঝুঁটি বাঁধা ছেলে, যাকে আমি সহ্য করতে পারছি।’ চতুর্থজন লেখেন, ‘আরে বাহ! নতুন কিছু আসবে মনে হচ্ছে তো।’

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন