নিজস্ব সংবাদদাতা: বিদ্যুৎ বিভ্রাট রুখতে চন্ডীতলায় নতুন সাব স্টেশনের ভাবনা প্রশাসনের।
চন্ডীতলা থেকে ডানকুনির মানুষ প্রায়শই বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়েন। তার কারণ ডানকুনি কোল ইন্ডিয়া ফিডার থেকে বিদ্যুৎ সরবরাহ হয় ডানকুনি থেকে চন্ডীতলা। কয়েক মাইল ফাঁকা মাঠের দূরত্ব। যদিও তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কলাছড়াতে একটি বিদ্যুতের সাবস্টেশন নির্মাণ হয়। কিন্তু সেটা চন্ডীতলা চৌমাথা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করে। চন্ডীতলা থেকে ডানকুনির মানুষ যে তিমিরে সেই তিমিরেই।
তাই চাহিদার কথা মাথায় রেখে চন্ডীতলাতে একটি নতুন বিদ্যুতের সাবস্টেশন ভাবনা প্রশাসনের। এই সাবস্টেশনটি হলে চন্ডীতলা থেকে ডানকুনি মানুষের বিদ্যুতের নিরবিচ্ছিন্ন পরিষেবা পাবে।
সেই লক্ষ্যে আজ বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সঙ্গে হুগলি জেলা পরিষদের শিক্ষা-ক্রীড়া ও সংস্কৃতি দপ্তরের কর্মাধ্যক্ষ ডঃ সুবীর মুখার্জি চন্ডীতলা গ্রামীণ হাসপাতাল সংলগ্ন দু-একটি জমি চিহ্নিত করা হল সাবস্টেশন করার জন্য। সাথে ছিলে চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে ব্লক মেডিকেল অফিসার। যাতে চন্ডীতলা থেকে ডানকুনির মানুষ নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা পেতে পারে। জমি জট কাটিয়ে খুব শীঘ্রই চন্ডীতলায় শুরু হতে চলেছে কুড়ি কোটি টাকা ব্যয়ে বিদ্যুতের নতুন সাব স্টেশনের কাজ।