মেয়েদের শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে নতুন অভিযান শুরু করলো CRY

 



নিউজ ডেস্ক - সমাজের  কুসংস্কার দূর  করতে চাইলে তার একমাত্র উপায় হলো শিক্ষা। সমাজ যদি শিক্ষার হাত ধরে এগিয়ে চলে, তাহলে সে সমাজের অগ্রগতি হতে বাধ্য। আর এই কর্মযজ্ঞে আরও বেশি করে মেয়েদের যুক্ত করতে উদ্যোগী হচ্ছে চাইল্ড রাইটস অ্যান্ড ইউ বা ক্রাই (CRY)। তাদের বক্তব্য যে , মেয়েদের স্কুলশিক্ষা সম্পূর্ণ হলে তবেই দেশের উন্নতি হবে। আর তাই দেশজুড়ে সচেতনতা অভিযান শুরু করছে শিশুদের অধিকার নিয়ে কাজ করা এই সংস্থা।

শিশুদের আবশ্যিক ও অবৈতনিক শিক্ষার অধিকার আইন (রাইট টু এডুকেশন অ্যাক্ট) ২০০৯-এর প্রতিশ্রুতি অনুযায়ী , ৬-১৪ বছর বয়সি শিশুদের বাধ্যতামূলক শিক্ষার আওতায় আনা হবে।  ২০২০ সালে প্রণীত জাতীয় শিক্ষানীতির ঘোষণায় বাধ্যতামূলক শিক্ষার অধিকারকে ১৮ বছর বয়ঃসীমা পর্যন্ত বাড়ানোর কথাও বলা হয়েছে।

তবে সরকারি তথ্য অনুযায়ী, শিক্ষার অধিকার আইন কার্যকর হওয়ার ১৫ বছর পূরণ হওয়ার পরও দেশের সব শিশুর কাছে, বিশেষত মেয়েদের মধ্যে শিক্ষার অধিকার পৌঁছে দেওয়া যায়নি। গত কয়েক বছরে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুলে ভর্তির হার অনেকটা বাড়লেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে মেয়েদের স্কুলছুটের ছবিটা একেবারেই মানা  যায় না। ইউনিফায়েড ডিস্ট্রিক্ট ইনফর্মেশন সিস্টেম ফর এডুকেশন-এর (ইউডাইস প্লাস) ২১-২২ সালের তথ্য অনুযায়ী দেশের প্রতি পাঁচজন মেয়ের মধ্যে মাত্র তিনজন উচ্চ মাধ্যমিক স্তরে পৌঁছয়।

বিষয়টিকে গুরুত্ব দিয়ে, শিশুদের অধিকার নিয়ে কাজ করা দেশের অন্যতম প্রধান স্বেচ্ছাসেবী সংস্থা ক্রাই – চাইল্ড রাইটস অ্যান্ড ইউ জাতীয় স্তরে একটি প্রচার কর্মসূচি শুরু করার কথা ঘোষণা করেছে। ক্রাই-এর তরফ থেকে জানানো হয়েছে যে, ২৪ জুন দেশের ২০টি রাজ্যে "পুরি পড়াই দেশ কি ভালাই" (Poori Padhai, Desh Ki Bhalai) নামে এই জনসচেতনতা অভিযান শুরু হবে। চলবে ১৫ অগস্ট পর্যন্ত।

এই অভিযানের প্রধান লক্ষ্য দেশের প্রতিটি মেয়ে যাতে অন্তত উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত স্কুলশিক্ষা সম্পূর্ণ করতে পারে, সে বিষয়ে সাধারণ মানুষের মধ্যে  উদ্যোগ গড়ে তোলা। মেয়েদের স্কুলশিক্ষা সম্পূর্ণ হলে তা তাদের ভবিষ্যৎ জীবনের পক্ষে এবং দেশের সামগ্রিক উন্নতির পক্ষে কতটা সহায়ক হতে পারে, মানুষকে তা বোঝাতেই এই কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।

এই অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে ক্রাই-এর সিইও তথা কর্ণধার পূজা মারওয়াহা বলেন, “মেয়েদের ভবিষ্যৎ গড়ে তোলাই হোক বা দেশের ভবিষ্যৎ গড়ে তোলা, মেয়েদের স্কুলশিক্ষা সম্পূর্ণ করার মাধ্যমেই তা বাস্তবায়িত হতে পারে। এর জন্য দরকার জরুরি ভিত্তিতে উদ্যোগ নেওয়া, মেয়েদের স্কুলে ভর্তির হার বাড়ানোর পাশাপাশি খেয়াল রাখা যাতে তারা কোনও কারণে স্কুলছুট হয়ে না যায়। অন্তত উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ করতে পারে। এর জন্য চাই মেয়েদের শিক্ষায় নীতিগত অগ্রাধিকার, যথাযথ অর্থের সংস্থান, সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে উদ্যোগী হওয়া এবং সর্বোপরি দেশের প্রতিটি মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলা।”

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন