Haripal Police: ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৭ দুষ্কৃতীদের গ্রেফতার করল হরিপাল থানার পুলিশ

নিউজ ডেস্ক: গতকাল রাত্রি সাড়ে নটা নাগাদ নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়ে পি.এস.আই বিষ্ণু বাগদি, এ.এস.আই অমৃতা ঘোষ, এ.এস.আই সেখ রোমজান আলী, ও অন্যান্য ফোর্স মিলে 12A নং রুটে শ্রীপতিপুর পোলেধরে পৌছায় এবং নালিকুলের দিক থেকে আসা একটি বাদামী রঙের টাটা ট্রাককে ধাওয়া করে ইলাহিপুর ট্রাক লেবাই-এ থামান এবং গাড়ির ভিতরে থাকা 07 জনকে ব্যাক্তিকে আটক করেন।

যাদের ৬ জনের বাড়ি মুর্শিদাবাদ ও একজনের বাড়ি বিহার) এবং ওদের কাছ থেকে একটি দেশি বন্দুক, এক রাউন্ড গুলি ও অন্যান্য অস্ত্রশস্ত্র উদ্ধার করেন। ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এখানে ডাকাতি করার উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল।

 ধৃতরা জানায় যে ওরা মূলত রাস্তার ধারে পড়ে থাকা পিএইচপি পাইপ চুরি করে এবং সেগুলি অন্য জায়গায় বিক্রি করে। এর আগেও হরিপাল ও গোঘাট থানার বিভিন্ন জায়গায় ওরা এই কাজ করেছে। 
এরপর ওদেরকে গ্রেফতার করে থানায় আনা হয় এবং নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। আজ ওই অভিযুক্ত ০৭ ব্যাক্তিকে চন্দননগর আদালতে পেশ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন