সূত্রের খবরে জানা যাচ্ছে, ইন্ডিয়া (INDIA) জোট নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক বসেছেন অভিষেক। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে ইন্ডিয়া জোট। দুপুর সাড়ে তিনটে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এনডিএ পেয়েছে ২৯৬টি আসন। অন্যদিকে, ইন্ডিয়া জোট ২২৮টি আসন। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কংগ্রেসের তরফে যোগাযোগ করা হচ্ছে বলে সূত্রের খবর। এই সময়ে তৃণমূলের অবস্থান কী হবে, তা নিয়েই দীর্ঘ বৈঠক চলছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
প্রসঙ্গ অনুযায়ী, দীর্ঘদিন ধরে টালবাহানা চলছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে রয়েছেন কি না তা নিয়ে। একাধিকবার বৈঠক এড়িয়েছেন তিনি। সম্প্রতি, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ডাকা বৈঠকেও উপস্থিত হতে দেখা যায়নি তাঁকে। বিশেষজ্ঞরা মনে করেন গোটা বিষয়টির জল মাপছিলেন তিনি। তবে এ রাজ্যের বিভিন্ন সভায় তাঁকে বলতে শোনা গিয়েছিল, কংগ্রেসের সঙ্গে রাজ্যে বিরোধিতা হলেও ইন্ডিয়া জোটে রয়েছেন তিনি।