উজ্জ্বলা যোজনায় অন্তর্ভুক্ত মহিলারা মাত্র ৫২৯ টাকায় পেতে চলেছেন LPG গ্যাস



নিউজ ডেস্কএলপিজি গ্যাস ব্যবহার করেই রান্না হয় প্রায় সকল বাড়িতে। শুধু উত্তবিত্ত বা মধ্যবিত্ত নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) দৌলতে গরিবের ঘরেও পৌঁছে গিয়েছে রান্নার গ্যাসের সংযোগ। বর্তমানে ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। কিন্তু আরও ৩০০ টাকা কম দামে, অর্থাৎ ৫২৯ টাকাতেই পেতে পারেন রান্নার গ্যাস । কিন্তু কিভাবে?

এই সুবিধা পাওয়া সম্ভব প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় (Pradhan Mantri Ujjwala Yojana)। কেন্দ্রীয় এই প্রকল্পের অধীনে উপভোক্তারা ৩০০ টাকার ভর্তুকি বা সাবসিডি পান। সেক্ষেত্রে ১৪.২ কেজি রান্নার গ্যাসের যা দাম, তার থেকে আরও ৩০০ টাকা কম দামে পাওয়া যায় এলপিজি সিলিন্ডার।



এর জন্য গ্যাসের সংযোগ নেওয়ার সময়ই উপভোক্তাদের উজ্জ্বলা যোজনার আবেদন করতে হয়। তবে এক্ষেত্রে নিয়ম রয়েছে। যাদের আর্থিক অবস্থা দুর্বল, তারাই এই সুবিধা পাবেন। পরিবারের মহিলারাই উজ্জ্বলা যোজনার সুবিধা পান। এই ক্ষেত্রে পরিবারের একজনের নামেই গ্যাসের সংযোগ থাকতে হবে।

প্রসঙ্গ অনুযায়ী, চলতি বছর আগামী ৯ মাসের জন্য উজ্জ্বলা যোজনার অধীনে ভর্তুকিযুক্ত সিলিন্ডার পাবেন। অর্থাৎ আগামী ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত এই সুবিধা পাবেন।

২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকার এই যোজনা চালু করে। বর্তমানে দেশজুড়ে ১০.২৭ কোটি উপভোক্তা রয়েছে এই যোজনায়। সরকার আরও ৭৫ লক্ষ নতুন সংযোগ দেওয়ার লক্ষ্যে কাজ করছে বলেই জানিয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন