NEET পরীক্ষার পর NET পরীক্ষা নিয়ে উঠছে স্বচ্ছতার প্রশ্ন ! রাতারাতি বাতিল NET পরীক্ষা! বিষয় টি খতিয়ে দেখছে সিবিআই


নিউজ ডেস্ক : গত মঙ্গলবার অর্থাৎ ১৮ই জুন, ২০২৪ সালের প্রথম ইউজিসি নেট পরীক্ষা হয়েছিল। আর সেটি একদিনের মধ্যেই বাতিল ! এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় গুলি। মূলত বুধবার NTA যে বিজ্ঞপ্তি জারি করেছে সেখানে ইউজিসি নেটের পরীক্ষায় চিটিং  হয়েছে আর সেটি তারা স্পষ্টতো স্বীকারও করে। তাহলে প্রশ্ন উঠছে স্বচ্ছতা নিয়ে!  স্বচ্ছভাবে পরীক্ষা না হওয়ার দরুন এটি বাতিল হয়েছে। এই বিষয়টিকে খতিয়ে দেখছে সিবিআই।


বুধবার রাতে তারা জানায়,  ‘২০২৪ সালের ১৮ জুন দেশের বিভিন্ন শহরে দুটি শিফটে ওএমআর মোডে জুন সেশনের UGC-NET পরীক্ষা নিয়েছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১৯ জুন পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল সাইবার ক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিউট অফ ইন্ডিয়ান সাইবার ক্রাইম কো-অর্ডিনেশন সেন্টারের থেকে কয়েকটি তথ্য জানতে পেরেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC)।’


ইতিমধ্যে NTA দাবি করছে , 'যে তথ্য পাওয়া গিয়েছে, তাতে প্রাথমিকভাবে ইঙ্গিত মিলেছে যে ওই পরীক্ষার স্বচ্ছতার সঙ্গে আপস করা হয়েছে। পরীক্ষার ক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক সিদ্ধান্ত নিয়েছে যে ২০২৪ সালের জুন সেশনের UGC-NET পরীক্ষা বাতিল করে দেওয়া হচ্ছে। নতুন করে ফের পরীক্ষা নেওয়া হবে। সেই সংক্রান্ত তথ্য আলাদাভাবে জানানো হবে।'

Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন