টি-২০ বিশ্বকাপে শরিফুল ইসলামের (Shoriful Islam) হাতে চোট চাপ সৃষ্টি করেছে বাংলাদেশ শিবিরে

নিউজ ডেস্ক - আমেরিকায় টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2024) প্রস্তুতি ম্যাচে হতশ্রী পারফর্ম্যান্স দেখা গিয়েছে বাংলাদেশের। ভারতের বিরুদ্ধে নাসাউতে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। তার ওপর এ বার জানা গিয়েছে বাংলাদেশের তারকা পেসার শরিফুল ইসলামের (Shoriful Islam) হাতে চোট লেগেছে। সেই চোটের কারণে তাঁর হাতে ৬টি সেলাই পড়েছে। 

শনিবার বাংলাদেশের পেসার শরিফুল ইসলামের চোট লাগে ভারতের ইনিংসের শেষ ওভারে। নাসাউ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে টস জিতে প্রস্তুতি ম্যাচে প্রথমে ব্যাটিং করে ভারত। টিম ইন্ডিয়ার ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার এক জোরাল শট আটকাতে গিয়ে হাতে চোট লাগে শরিফুল ইসলামের। নিজের ওভারের শেষ বলটিও করতে পারেননি শরিফুল। তাঁর জায়গায় তানজিম হাসান ওভার শেষ করেন। হাতের যন্ত্রণা নিয়ে ওভার শেষ করার আগে মাঠ ছাড়েন শরিফুল।

বাংলাদেশি পেসারের হাতে সেলাইয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী। বিসিবির ওই চিকিৎসক এক ভিডিও বার্তায় বলেছেন, "শনিবার প্রস্তুতি ম্যাচে শরিফুলের নিজের শেষ ওভারে বোলিংয়ের সময় একটি ফিরতি বল আটকাতে গিয়ে চোট লাগে। তাঁর বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝের জায়গা আছে, একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক চিকিৎসার পর শরিফুলকে ম্যাচের শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়।"

এ বার প্রশ্ন কবে ঠিক হবে শরিফুলের চোট? এই প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ বলেছেন, "হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতর জায়গায় ৬টা সেলাই পড়েছে। আমরা দু’দিন পরে ড্রেসিং পাল্টানোর জন্য আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। ওই সময় বুঝতে পারব যে ওর মাঠে ফিরতে কত সময় লাগবে। ও যেন নিরাপদে তাড়াতাড়ি খেলায় ফিরে আসতে পারে, সে দিকে আমাদের নজর রয়েছে।"

৮ জুন শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বকাপ সফর শুরু করবে বাংলাদেশ। হাতে এখনও সময় রয়েছে। ফলে এ বার দেখার বাংলাদেশের হয়ে এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে শরিফুলকে খেলতে দেখা যাবে কিনা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন