Short Film Kata Matha: বৃহস্পতিবার অনলাইনে মুক্তি পেল পরিচালক মীর রাজ্জাকের স্বল্প দৈর্ঘ্যের ছবি কাটা মাথা

নিজস্ব সংবাদদাতা: দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে রিলিজ করলো আমাদের মীরয এন্টারটেনমেন্টের নতুন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র "কাটা মাথা"।

এটা একটি প্রথম থ্রিলিং সিনেমা যার লেখক এবং পরিচালক মীর রাজ্জাক যাকে প্রযোজনা করেছেন এই প্রথম মীর রাজ্জাক এর স্ত্রী সোনিয়া মীর। স্বামীর অত্যাচার থেকে নিজেকে মুক্ত করতে স্বামীর গলা কেটে খুন করে ফেলে রেখা। কিভাবে কেনো এই কাজটা সে করলো সেই রেখার ঘটনা নিয়ে আমাদের আজকের এক ভয়াবহ মিনি মুভি "কাটা মাথা"। 

এই সিনেমাতে অভিনয় করেছেন নতুন পুরাতন বহু চেনা অচেনা মুখ যার মধ্যে রয়েছে উর্মিমালা মন্ডল, শুভম মন্ডল, স্বাগতম গুহরায়, অতনু মুখার্জী, স্বপ্না চ্যাটার্জী, শ্রীজিতা মুখার্জী, শ্বেতা দাস, পার্থ মুখার্জী, শুভঙ্কর মল্লিক ও শিশু শিল্পী শ্রেয়শ্রী গোস্বামী। 

ইউটিউবে রিলিজ হওয়ার পর এখনও পর্যন্ত এই সিনেমা সকলের পছন্দ হয়েছে আশা করি আপনাদেরও পছন্দ হবে তাই সিনেমাটি দেখার জন্য এখনই ইউটিউবে গিয়ে দেখে নিন মীরয এন্টারটেনমেন্টের কাটা মাথা। সিনেমার পরিচালক আশা রাখছেন এই সিনেমা সকল মানুষের ভালো লাগবে তাই দর্শকদের কাছে অনুরোধ করেছেন

যে আপনারা সিনেমাটি নিজেরা দেখুন আর ভালো লাগলে সামনের জনকে শেয়ার করুন কারণ এই সিনেমা সমাজে ঘটতে থাকা নারীদের উপর কিছু সংখ্যক স্বামীর অত্যাচারকে তুলে ধরেছেন যাতে করে এই অত্যাচার বন্ধ হতে পারে, তারই একটি মেসেজ দিয়েছেন এই সিনেমার পরিচালক মীর রাজ্জাক।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন