নিউজ ডেস্ক : কালের বিবর্তনের সাথে সাথে টেকনোলজিও যথেষ্ট দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এতে যেমন সাধারণ মানুষ উপকৃত হচ্ছে একই সাথে বিকৃত ঘটনা শিকারও হচ্ছে। প্রায়শই শোনা যায় সাইবার জালিয়াতির ঘটনা বারংবার সচেতনতা সত্বেও এরূপ ঘটনা ক্রমেই বেড়ে চলেছে। তাই টেলিকম রেগুলেটিং অথরিটি অফ ইন্ডিয়া এক নতুন সিদ্ধান্ত নিয়েছে সিম কার্ডকে কেন্দ্র করে। ২০২৪ অর্থাৎ এই বছরেরই জুলাই মাস থেকে সেটি সারাদেশে কার্যকর হবে। মূলত নিয়মটি হলো একটি নতুন সিম কিনলেই সেটিকে তৎক্ষণাৎ পোর্ট করা যাবে না। একে বলে সিম সোয়াপিং। সিম কার্ড হারিয়ে গেলে বা ভেঙ্গে গেলে সিম সয়াপিং হয়। সেদিকে আটকাতেই বা বন্ধ করতেই এরূপ সিদ্ধান্ত নিয়েছে TRAI, স্বাভাবিকভাবেই মানুষের মাথায় প্রশ্ন জাগছে তাহলে কতদিন পর সিম পোর্ট করা যাবে?
সিম পোর্ট করতে সময় লাগবে অন্ততপক্ষে সাত দিন অর্থাৎ আপনি যদি সিম পরিবর্তন করে থাকেন তার সঙ্গে সঙ্গে পোর্ট করা যাবে না। পাশাপাশি সিম পরিবর্তন করার সঙ্গে সঙ্গে ব্যক্তির সমস্ত কল মেসেজ এমনকি ওটিপি নম্বর যাওয়া শুরু অর্থাৎ অ্যাকাউন্ট খালি না হওয়া পর্যন্ত প্রতারকরা, সেই সিম ব্যবহার করেই যায়। সাধারণ মানুষকে সতর্ক এবং সাইবার জালিয়াতি থেকে রক্ষা করতে মার্কেটে TRAI এই নতুন নিয়ম জারি করেছে।