নিউজ ডেস্ক - ইউজিসি নেট (UGC NET) পরীক্ষা হওয়ার ঠিক ২৪ ঘণ্টা পর বাতিল হলো পরীক্ষা। কার্যত নজিরবিহীন ঘটনা। যে লক্ষ লক্ষ পরীক্ষার্থী দীর্ঘ প্রস্তুতির পর পরীক্ষায় বসেছিলেন, তাঁরা রীতিমতো অবাক। কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল, আবার কবে পরীক্ষা হবে, তা এখনও স্পষ্ট নয় তাদের কাছে। বুধবার রাতে পরীক্ষা বাতিল করার কথা ঘোষণা করা হয়। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রকের তরফে করা হল সাংবাদিক বৈঠক।
শিক্ষা মন্ত্রকের যুগ্ম সচিব গোবিন্দ জয়সওয়াল বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে বলেন, “১১ লক্ষ ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিলেন, ২৪ ঘণ্টা পরই সে পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছে। সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তরফ থেকে তথ্য পাওয়ার পরই তড়িঘড়ি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।” তিনি আরও জানালেন যে একইসঙ্গে সিবিআই-এর হাতে তদন্তভার দেওয়া হয়েছে ।
কবে নতুন করে পরীক্ষা নেওয়া হবে, তা এখনও জানা যায়নি। শীঘ্রই সেই তথ্য প্রকাশ করা হবে বলে উল্লেখ করেছে শিক্ষা মন্ত্রক। শিক্ষা সচিবের বক্তব্য, কোনও রকম ভুল হলে পদক্ষেপ করতে এক বারও ভাবে না শিক্ষা মন্ত্রক।
কিন্তু ঠিক কী কারণে বাতিল করল ইউসিজি নেট পরীক্ষা? তার সদুত্তর পাওয়া যায়নি। শিক্ষা সচিব বলেন, "এই পর্যায়ে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয়। এনটিএ-র নিজস্ব কিছু পদ্ধতি আছে। সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।"