নিউজ ডেস্ক - কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের ট্রেন দুর্ঘটনা। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হল ডিব্রুগড় এক্সপ্রেস। লাইনচ্যুত হয়েছে ট্রেনের অন্তত ১০ থেকে ১২ টি কামরা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে সর্বস্থ। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিকরা। এসি কোচের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বিশেষ ভাবে রয়েছে। প্রবল আতঙ্ক ছড়িয়েছে যাত্রীদের মধ্যে।
জানা যাচ্ছে ,15904- ডিব্রুগড় এক্সপ্রেস চণ্ডীগড় থেকে ডিব্রুগড় পর্যন্ত যায়। বুধবার রাত ১১টা ৩৯ মিনিটে চণ্ডীগড় থেকে ছেড়েছিল এই ট্রেন। কিন্তু বৃহস্পতিবার বিকেলে ট্রেনটি গোন্ডা ও বস্তির মধ্যে ঝিলাহি স্টেশনে পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এখন আপাতত উদ্ধারকাজের উপর বিশেষ নজর দিচ্ছে রেল। রিপোর্ট অনুযায়ী, ২ জনের মৃত্যু হয়েছে। আরও প্রায় ২০ থেকে ২৫ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে।