নিউজ ডেস্ক - বৃষ্টির মধ্যেই দ্রুতগতিতে বাস ছোটাছিল চালক। মোড় আসতেই হঠাৎ ব্রেক কষতে গিয়ে চোখের পলকে উল্টে গেল বাস। দুর্ঘটনায় আহত কমপক্ষে ৪০ জন স্কুল পড়ুয়া।
আজ, সোমবার সকালে হরিয়ানার পঞ্চকুলায় একটি প্রাইভেট বাস উল্টে যায়। পিঞ্জরের নাউলটা গ্রামের কাছে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। দুর্ঘটনার সময় বাসে কমপক্ষে ৭০ জন স্কুল পড়ুয়া উপস্থিত ছিল। তাদের মধ্যে বাস উল্টে যাওয়ায় কমপক্ষে ৪০ জন পড়ুয়া আহত হয়।
স্থানীয় বাসিন্দারাই প্রথমে আর্তচিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। বাসের ভিতর থেকে পড়ুয়াদের উদ্ধার করা শুরু হয়। খবর দেওয়া হয় পুলিশেও। পরে আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় পিঞ্জর ও সেক্টর সিভিল হাসপাতালে। সেখানে চিকিৎসা চলছে আহত পড়ুয়াদের। আহতদের মধ্যে এক মহিলার অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হরিয়ানা রোডওয়েজের ওই বাসটি দ্রুতগতিতে যাচ্ছিল। বর্ষায় পিছল রাস্তায় অতিরিক্ত গতিতে যাওয়ার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি।