নিউজ ডেস্ক - সকাল সকাল মর্মান্তিক দুর্ঘটনা লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়েতে। মিল্ক কন্টেনারের সাথে ধাক্কা লাগে ডবল ডেকার বাসের। দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে ১৮ যাত্রীর। গুরুতর জখম হয়েছেন আরও ১৯ জন যাত্রী।
সূত্রের খবর, বিহারের সীতামাড়ি থেকে দিল্লি আসছিল একটি ডবল ডেকার বাস। উত্তর প্রদেশের উন্নাও পার করতেই লখনউ-আগ্রা এক্সপ্রেসওয়ের উপরে বাসটি পিছন থেকে ধাক্কা দেয় মিল্ক কন্টেনারে।জোরে
সংঘর্ষ হওয়ায় বাসের সামনের অংশটি ভেঙে দুমরে-মুচড়ে যায়। সামনের দিকে থাকা বাসের যাত্রীদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এখনও দেহ উদ্ধারের কাজ চলছে। যারা গুরুতর জখম হয়েছেন তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, বাসের চালক ঘুমিয়ে পড়েছিলেন।এবং অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল বাসটি। যখন চালকের তন্দ্রা কাটলে, তখন তিনি সামনে কন্টেনার ট্রাক দেখতে পান। সেই মুহূর্তে ব্রেক কষারও সুযোগ পাননি। দ্রুততার সঙ্গে ওই ট্রাকের পিছনে ধাক্কা মারে বাসটি। মাঝে আরেকটি ছোট গাড়িও ঢুকে পড়েছিল। সংঘর্ষের জেরে সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় মাঝে থাকা গাড়িটি।
স্থানীয় বাসিন্দারাই দুর্ঘটনাস্থলে প্রথমে ছুটে আসেন। তারাই উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ-প্রশাসন এসে বাসের সামনের অংশটি কেটে যাত্রীদের উদ্ধার করেন।
Tags
India