নিউজ ডেস্ক - শুক্রবার সকালে দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে পথদুর্ঘটনায় মৃত্যু হলো দু’জনের। গুরুতর জখম হয়েছেন আরও দু’জন। সূত্রের খবর, শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে বাজকুলে মাছ বোঝাই মেশিন ভ্যানের সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের জেরে পুরোপুরি উল্টে যায় মাছ বোঝাই ভ্যানটি। লরির নিচে ছিটকে পড়েন দু’জন।ফলে লরির চাকা একেবারে পিষে দেয় দু’জনকে। আহতদের উদ্ধার করে প্রথমে বাজকুলে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরে অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
এই দিকে এই দুর্ঘটনা পর জাতীয় সড়কে যানজট তৈরি হয়ে যায়। তবে, পরে ভূপতিনগর থানার পুলিশ গিয়ে লরি ও দুর্ঘটনাগ্রস্ত ভ্যানটি সরিয়ে জাতীয় সড়ক স্বাভাবিক করে। যদিও মৃত দু’জনের পরিচয় এখনও পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মারিশদা কালীনগর থেকে মাছ নিয়ে নন্দকুমারের দিকে যাচ্ছিল ভ্যানটি। তাতে চারজন ছিলেন। কাঁথির দিকে সে সময় একটি লরি যাচ্ছিল। এদিকে তুমুল বৃষ্টি। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনাটি ঘটে। ভূপতিনগর থানার এক পুলিশ আধিকারিক বলেন, "নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। লরি ও ভ্যান থানায় নিয়ে যাওয়া হয়েছে।"