নিউজ ডেস্ক - রবিবার রাতে দক্ষিণ ২৪ পরগনার ভাঙরের পোলেরহাটের নতুনহাট এলাকায় দুটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে সাহিদুল ইসলাম নামে এক বাইক চালকের মৃত্যু হয় । পুলিশ সূত্রের খবর, সাহিদুল তার বাইকের পিছনে একজনকে বসিয়ে রাজারহাটের দিক থেকে লাউহাটি - হাড়োয়া রোড ধরে ফিরছিলেন।ওপর বাইকটিতেও দুইজন আরোহী ছিল । চার জনই সংঘর্ষের পর ছিটকে পড়ে যান । তাঁদের টোনা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা সাহিদুলকে মৃত বলে ঘোষণা করেন।
অপরদিকে সোমবার অশোকনগরের ধানকল মোড়ের কাছে নৈহাটি রোডের দুর্ঘটনায় মৃত্যু হয় চম্পা বসু নামে এক মহিলার। সূত্রের খবর , সেই মহিলা নিজের স্বামীর সাথে গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে উল্টো দিক দিয়ে আসা একটি লরি অন্য একটি গাড়িতে ধাক্কা মারে। সেই গাড়িটি পথ বিভাজিকা টপকে ওই দম্পতির গাড়িতে ধাক্কা মারে। ঘটনার জেরে ওই মহিলা এবং তার স্বামীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে মৃত্যু হয় ওই মহিলার।