নিউজ ডেস্ক - মুর্শিদাবাদের রেজিনগর থানার দাদপুর আমনবাগান এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে ট্রাক ও সাইকেলের সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। ইতিমধ্যে ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ। এরসাথে ওই এলাকায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম আশেম শেখ। তাঁর বয়স আনুমানিক ৬০ বছর।সাইকেল নিয়ে রাস্তা পার করার সময় উল্টো দিক থেকে দ্রুত গতিতে আসা ট্রাকটি ধাক্কা মারে তাঁকে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর পরেই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ওই এলাকায় কর্মরত সিভিক ভলান্টিয়ারদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলছেন তারা।
তাদের দাবি, ডিউটিরত অবস্থায় অন্য জায়গায় বসে মোবাইলে ব্যস্ত থাকেন তাঁরা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এলে স্থানীয়রা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। শেষে পুলিশের আশ্বাসে অবরোধ উঠে। বিক্ষোভের জেরে প্রায় ৩০ মিনিট অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।