নিউজ ডেস্ক : দিঘা থেকে ফেরার সময় পথ দুর্ঘটনায় একসঙ্গে মৃত্যু হল চারজনের। বৃহস্পতিবার এই দুর্ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুর জেলার দিঘা–নন্দকুমার জাতীয় সড়কের খড়িপুকুরয়া বাস স্টপেজের সন্নিকটে। সূত্র অনুযায়ী, এক মোটরবাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটে এই দুর্ঘটনা। কিন্তু ঠিক কিভাবে এমনটা হলো তা খতিয়ে দেখছে স্থানীয় পুলিশ। তবে প্রাথমিক সূত্রে অনুমান করা যাচ্ছে যে মূলত মোটরবাইকের গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ না করতে পেরে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, আজ ভোরবেলা খড়িপুকুরয়া বাস স্টপেজের কাছে দিঘা থেকে একটি পর্যটকদের প্রাইভেট গাড়ি ফিরছিলো। তখনই মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। আর তাতেই মৃত্যু হয় মোটরবাইকে থাকা তিন বন্ধুর। এর পাশাপাশি গাড়ির মধ্যে থাকা এক মহিলা পর্যটকও প্রাণ হারান। মৃত তিন বন্ধুর নাম বিশ্বজিৎ মণ্ডল, শুভঙ্কর জানা এবং অতনু মণ্ডল। এছাড়া মৃত মহিলাটির নাম কোয়েল সিং। পাশাপাশি গাড়ির চালকের হাত ভেঙেছে বলে স্থানীয় সূত্রে খবর।