নিউজ ডেস্ক - বৃহস্পতিবার বিকালে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাজার এলাকায় ৩৩ হাজার ভোল্টের ইলেকট্রিকের তারে শর্ট সার্কিট হয়ে মৃত্যু হল নাবালিকার। এই ঘটনায় রাজ্য সড়কে টায়ার জালিয়ে বিক্ষোভ শুরু করেন এলাকার মানুষজনেরা।
সূত্রের খবর, তৃতীয় শ্রেণীর ছাত্রী আরাধ্যা দলুই এইদিন স্কুল থেকে ফিরে মিঠুন খাড়ার মেয়ে পিউ খাড়ার সঙ্গে খেলতে তাদের বাড়ি গিয়েছিল গিয়েছিল। তারপর তার বান্ধবীর বাড়ির ছাদে ওঠে সে। আর সেই সময়ে বাড়ির পাশ থেকে চলে যাওয়া ৩৩ হাজার ভোল্টের ইলেকট্রিক কানেকশনে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। এলাকার মানুষজন তৎক্ষণাৎ আরাধ্যাকে দ্রুত চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।কিন্তু টোটোতে তোলার সময়েই নিস্তেজ হয়ে গিয়েছিল সে।ফলে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার মানুষের অভিযোগ, এর আগেও আরও দুজন একইভাবে ওই জায়গায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছে। আর সেই অভিযোগেই বৃহস্পতিবার চন্দ্রকোনা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন এলাকার মানুষ। ঘটনার খবর চন্দ্রকোনা থানায় যেতেই উপস্থিত হয় পুলিশ। দফায় দফায় উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ অবরোধ তুলতে গেলেও পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাতে থাকে এলাকার মানুষজন।