নিউজ ডেস্ক - শনিবার জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে রাস্তা থেকে গাড়ির চাকা পিছলে গিয়ে পড়ে গেল পাশের খাদে। দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জন নাবালকসহ ৮ জনের।মৃতেরা সকলেই একই পরিবারের।
পুলিশ সূত্রে খবর, একই পরিবারের ওই ৮ জন কিস্তওয়ার থেকে মারওয়া যাচ্ছিল। অনন্তনাগ জেলার ডাকসুমে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ফলে গাড়ির চাকা পিছলে গাড়িটি গিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই আট জনের। মৃতদের মধ্যে ছিলেন একজন ব্যক্তি, ২ জন মহিলা এবং ৫ জন নাবালক। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত উদ্ধারকারী দল আসে। কিন্তু, প্রত্যেককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ আরও জানায়, ইমতিয়াজ আহমেদ নামে এক ব্যক্তির নামে দুর্ঘটনাগ্রস্ত গাড়ির রেজিস্ট্রেশন রয়েছে। ওই ব্যক্তির বাড়ি অনন্তনাগেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু ও কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা।