প্রায় ৯০০টি জাতীয় ও আন্তর্জাতিক ব্রান্ডের অংশগ্রহণে মিলন মেলা প্রাঙ্গণে শুরু হল ৫৬ তম গার্মেন্ট ফেয়ার এবং B2B এক্সপো

কলকাতা, ১ জুলাই, ২০২৪: সোমবার কলকাতার বিশ্ব বাংলা (মিলন মেলা) প্রাঙ্গনে উদ্বোধন হয়ে গেল ৫৬ তম গার্মেন্ট ফেয়ার এবং B2B এক্সপো। 


ওয়েস্ট বেঙ্গল গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউবিজিএমডিএ) দ্বারা আয়োজিত তিন দিনব্যাপী গার্মেন্ট ফেয়ার চলবে এক দুই ও তিন তারিখ পর্যন্ত। এই মেলাটির উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ও দমকল প্রতিমন্ত্রী সুজিত বসু। 


প্রায় ৯০০টি জাতীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ড এই ৫৬ তম গার্মেন্ট ক্রেতা ও বিক্রেতা মিট এবং B2B এক্সপোতে অংশগ্রহণ করবে বলে আশা উদ্যোক্তাদের। পাশাপাশি এখানে বিভিন্ন ধরণের পোশাক প্রদর্শন করা হবে এবং পাইকারি বাজারে আনুমানিক ৮৫০-৯০০  কোটি টাকা বাণিজ্যিক লেনদেন হবে। 


 রাজ্য সরকার, স্বনামধন্য ব্যবসায়ী এবং বিশিষ্ট কর্পোরেট হাউসের উপস্থিতির দ্বারা এই মেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডব্লিউবিজিএমডিএ-র সভাপতি শ্রী হরি কিষাণ রাঠী; শ্রী বিজয় কারিওয়ালা, ডব্লিউবিজিএমডিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট; শ্রী প্রদীপ মুরারকা, WBGMDA এর ভাইস প্রেসিডেন্ট; শ্রী দেবেন্দ্র বৈদ,  ডব্লিউবিজিএমডিএ-এর সচিবসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি। 


রাজ্যের অর্থনীতি তে যথেষ্ট গুরুত্ব রয়েছে এই গার্মেন্ট ফেয়ারের। এই ধরনের মেলার মাধ্যমে রাজ্যের অর্থনীতি চাঙ্গা হবে বলেই মত সংশ্লিষ্ট মহলের।



Shrabani Munsi

শ্রাবণী মুন্সী। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় শান্তিনিকেতন থেকে সংস্কৃত বিষয়ে স্নাতকোত্তর। আকাশবাণী কলকাতার যুববাণী বিভাগের উপস্থাপিকা। সাংবাদিকতার পূর্ব অভিজ্ঞতা রয়েছে। কাজকর্ম ও পড়াশোনার পাশাপাশি আবৃত্তি চর্চা ও গল্পের বই পড়ার অভ্যেস রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন