নিজস্ব সংবাদদাতা, হুগলি: ভরসন্ধ্যায় শুট আউট ব্যান্ডেলে। প্রকাশ্য রাস্তায় গুলি করে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনায় মৃত কলকাতা কর্পোরেশনে কর্মরত এক ব্যক্তি।
জানা যায়, আজ সন্ধ্যে নাগাদ ব্যান্ডেল এলাকার কুলিপারার কাছে এক ব্যক্তিকে গুলি করে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় লাল বাবু গোয়ালা নামের বছর ৪৮ এর এক ব্যক্তির। মৃত ব্যক্তি ব্যান্ডেলের কাজিডাঙ্গা এলাকার বাসিন্দা। পেশায় কলকাতা কর্পোরেশনের কর্মী।
স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ ব্যান্ডেল স্টেশন থেকে নিজের বাড়ি ফিরছিলেন লালবাবু । ঠিক সেই সময়ই বাড়ি থেকে কিছুটা দূরে খুব কাছ থেকে গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ অবস্থায় হুগলি ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চুঁচুড়া থানার পুলিশ। এদিন খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, ডিসি চন্দননগর অলকানন্দা ভাওয়াল, এসিপি ডিডি সুমন চট্টোপাধ্যায়, আইসি চুঁচুড়া রামেশ্বর ওঝা। দুষ্কৃতিরা সংখ্যায় কত জন ছিল তা স্পস্ট নয়।লালবাবু ওই সময় বাড়ি ফিরবেন জানা ছিল আততায়ীদের। পুলিশ সূত্রে খবর ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে।
ঠিক কি কারনে লাল বাবুকে গুলি করা হলো তা বুঝে উঠতে পারছে না তার প্রতিবেশী বন্ধুরা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে।