নিউজ ডেস্ক - বুধবার বিকালে বাঁকুড়ার কোতুলপুর থানার সিহড় অঞ্চলের চরগেড়িয়া এলাকায় বজ্রপাতের জেরে মৃত্যু হল সনাতন সোরেন নামে এক কৃষকের। আজ বৃহস্পতিবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রের খবর,বুধবার বিকালে বাঁকুড়ার কোতুলপুর ব্লকে বৃষ্টি নামে।আর সেই সময় হাতে কোদাল নিয়ে গ্রাম লাগোয়া ধানের জমি তৈরির কাজ করছিলেন ওই কৃষক । আচমকাই বজ্রপাত হওয়ায় কোদাল সহ তিনি মাঠের মধ্যেই লুটিয়ে পড়েন। দ্রুত স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।প্রশাসন ময়নাতদন্তের পর মৃতের পরিবারকে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে।
Tags
WEST BENGAL