নিউজ ডেস্ক - বাঁকুড়ার রাইপুর ব্লকের মাম্যুড়া গ্রামে বিষাক্ত মাশরুম খেয়ে অসুস্থ হয়ে পড়ল ১৩ জন শিশু। গ্রাম লাগোয়া এলাকা থেকে মাশরুম সংগ্রহ করে নিজেরাই আইসিডিএস-এর রান্নাঘরে রান্না করে খেয়ে অসুস্থ হয়ে পরে তারা। শুক্রবার রাতে একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়লে তাদের দ্রুত রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।ঘটনায় উদ্বেগে পরিবার-পরিজনেরা।
স্থানীয় সূত্রে খবর, এইদিন ওই অঙ্গনওয়ারি কেন্দ্রে ছুটির পর মাম্যুড়া গ্রামের একদল শিশু গ্রাম লাগোয়া এলাকায় মাশরুম সংগ্রহ করে নিয়ে আইসিডিএস কেন্দ্রেই আসিফ। সেখানে তারা নিজেরাই মাশরুম রান্না করে খায়। এরপর সকলেই নিজের নিজের বাড়িতে ফিরে যায়। পরে একের পর এক শিশু অসুস্থ হতে শুরু করে। বমির সঙ্গে পেট ব্যাথা, মাথা ঘোরা লক্ষণ দেখা দেয় তাদের মধ্যে। মুহূর্তেই একসঙ্গে ১৩ শিশুর অসুস্থতার খবর পাওয়া যায়।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকার অভিভাবকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। তড়িঘড়ি অসুস্থ শিশুদের রাইপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের শারিরীক অবস্থার অবনতি হলে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে ওই ১৩ জন শিশুর। প্রাথমিকভাবে অভিভাবকদের অনুমান, বাচ্চারা ভাল মাশরুম চিনতে না পেরে মাঠ থেকে বিষাক্ত মাশরুম তুলে এনেছিল। সকলকে লুকিয়ে বিষাক্ত মাশরুমই রান্না করে খায়। তাতেই এই বিষক্রিয়া ঘটেছে। যদিও এই পঘটনায় অঙ্গনওয়ারি কেন্দ্রের নজরদারিও প্রশ্ন চিহ্নের সামনে পড়েছে। এদিকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোন সীমানা পাঁচিল নেই এবং রান্নাঘরে দরজা বন্ধ করারও কোনও ব্যবস্থা নেই।