নিউজ ডেস্ক - রবিবার সকালে বাঁকুড়া রানিগঞ্জ ৬০ নম্বর জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হয় অজ্ঞাতপরিচয় এক ব্যাক্তির দেহ।কিন্তু সেই দেহ খুবলে খাচ্ছে একাধিক শুয়োর। ঘটনাটি জানাজানি হতেইবাঁকুড়া সদর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাঠায়।
বাঁকুড়া শহরের কেরানিবাঁধ এলাকায় শুকরের উৎপাত লেগেই থাকে। এর আগেও শুয়োরের কামড়ে স্থানীয় এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এলাকায় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করলে পুরসভার তরফে এলাকার শুয়োরের অবাধ বিচরণ নিয়ন্ত্রণের আশ্বাসও দেওয়া হয়। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আশ্বাস মিললেও কাজের কাজ কিছুই হয়নি। তারই ফের প্রমাণ মিলল এইদিন সকালে। শুয়োরের হানায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণে, তা খতিয়ে দেখছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এলাকার লোকজনকে। তবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে ধোঁয়াশা কাটবে বলে মনে করা হচ্ছে।