নিজস্ব সংবাদদাতা, হুগলি: সাতসকালে ঘুমন্ত অবস্থায় বৌমাকে কাটারি দিয়ে কুপিয়ে খুন করলো শ্বশুর,ঘটনা ঘিরে চাঞ্চল্য হুগলির ভদ্রেশ্বরে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূ ভদ্রেশ্বর পুরসভার চার নম্বর ওয়ার্ডের পালপাড়া এলাকার বাসিন্দা।আজ সকালে নিজের ঘরে ঘুমিয়েছিলেন বছর ২৯ এর মিঠু মিত্র। তার স্বামী নীলাংশু ঘুম থেকে উঠে বাইরে গিয়েছিলেন। সেই সময় শ্বশুর হিমাংশু মিত্র ঘরে ঢুকে কাটারি দিয়ে বৌমার গলায় এলোপাতাড়ি কোপ মারতে থাকেন।পাশেই ঘুমিয়ে ছিল মিঠুর দশ বছরের মেয়ে।তার চিৎকারে লোকজন প্রতিবেশীরা উঠে পড়ে ঘটনাস্থলে উপস্থিত হয়।শ্বশুরকে ধরে ফেলে।
আহত অবস্থায় মিঠু মিত্রকে চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় অভিযুক্ত শ্বশুরকে গ্রেফতার করেছে ভদ্রেশ্বর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ইমামবাড়া হাসপাতালে পাঠানো হয়েছে।
ঠিক কি কারনে এই খুন তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় বাসিন্দাদের অনুমান পারিবারিক অশান্তির কারণে এই ঘটনা ঘটতে পারে। ওই গৃহবধূর পরিবার পরিজন অভিযুক্তের কঠিন শাস্তি দাবি জানিয়েছে।