নিউজ ডেস্ক - বিহারে রেললাইন পাতার কাজ চলছিল আর সেখানেই ঠিকা শ্রমিক হিসাবে কাজ করতে এসেছিলেন সন্তোষ লোহার নামে এক ব্যক্তি। লাইনের পাশেই তাঁবু খাটিয়ে ঘুমোচ্ছিলেন সেই ব্যাক্তি। হঠাৎ পায়ের মধ্যে একটা কামড়ের অনুভব করলেন । উঠে দেখলেন, ঘাসের মধ্যে দিয়ে চলে যাচ্ছে মস্ত এক সাপ।এরপরই কোনোকিছু না ভেবেই দৌড়ে গিয়ে দু হাত দিয়ে সাপটিকে ধরে দুবার কামড়ে দেয় সেই যুবক! মারাত্মক ঘটনাটি ঘটেছে বিহারের নওদায়।
কিন্তু কেন এমন কাজ করল সে? অন্ধ বিশ্বাস ছড়িয়ে রয়েছে যে, যদি সাপ কামড়ায়, তবে পাল্টা সাপটিকে কামড়ালে বিষ নেমে যায়। চিকিৎসকের কাছে না গিয়ে, ওই যুবক সাপটিকে ধরে দু’বার কামড়ে দেয়। তাঁর কামড়ে মৃত্যু হয় ওই সাপের।
সহকর্মীরা কুসংস্কারে বিশ্বাসী না হওয়ায়, যুবককে তাঁরা দ্রুত রাজাউলি সাব-ডিভিশন হাসপাতালে নিয়ে যান। সেখানে অ্যান্টি ভেনম দিয়ে তৎক্ষণাত চিকিৎসা হওয়ায়, প্রাণে বেঁচে যান ওই যুবক। পরেরদিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাঁকে।