নিউজ ডেস্ক - চোর সন্দেহে ১২ বছরের এক নাবালককে নির্মমভাবে মারধর করে, হাত-পা বেঁধে রেললাইনে ফেলে রাখার ঘটনা ঘটল বিহারে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো। যাতে দেখা যাচ্ছে, এক নাবালক রেললাইনে শুয়ে, তাঁর হাত-পা বাঁধা। সামনেই লাঠি হাতে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি।
সূত্রের খবর, বিহারের বেগুসরাইয়ে একটি মুদি দোকান থেকে ওই নাবালক কিছু জিনিস চুরি করেছে, এই সন্দেহেই কয়েকজন ব্যক্তি মিলে তাঁকে ব্যাপক মারধর করে। এরপরে তারা নাবালককে নিয়ে লখমিনিয়া রেলস্টেশনের কাছে নিয়ে যায়। সেখানে ওই নাবালকের হাত-পা বেঁধে তাঁকে রেললাইনে ফেলে দেয়। কিন্তু এতকিছুর পরও রেললাইনের উপরে তাকে ফেলেও নির্মমভাবে মারধর চলে। কয়েকজন যাত্রী গোটা ঘটনাটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই নাবালককে উদ্ধার করেন। গুরুতর জখম ওই নাবালকের বাবা বলেছেন যে, চুরির মিথ্যা অভিযোগ এনে মারধর করা হয়েছে। তিনি অভিযুক্তদের নাম উল্লেখ করতে অস্বীকার করলেও, পুলিশ প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো দেখে
রোশন কুমার, জয় জয় রাম চৌধুরী, কাহুল কুমার , এই তিনজনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়। বালিয়ার ডেপুটি পুলিশ সুপারিন্টেন্ডেন্ট নেহা কুমার এই প্রসঙ্গে বলেন, “এক নাবালককে রেল ট্রাকে হাত-পা বেঁধে ফেলে রাখা হয়েছে এবং তিন ব্যক্তি তাঁকে মারধর করছে, এমন অভিযোগ এসেছিল। এর ভিত্তিতে পুলিশ পদক্ষেপ করে। ঘটনাস্থলে গিয়ে ওই নাবালককে উদ্ধার করা হয়। তিন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।”