সেখ আব্দুল আজিম, হুগলি: দিনে দুপুরে দুষ্কৃতি তাণ্ডব চন্ডীতলায়। শেখ আমজেদ নামের এক বাসিন্দা কে মারধর করার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দুষ্কৃতীদের ধরে পাল্টা গণধোলাই দেয় পথচারীরা। ঘটনায় একটি বাইকসহ তিনজনকে গ্রেফতার করেছে চন্ডীতলা থানার পুলিশ ।
সূত্রের খবর, ২৯ শে জুন শনিবার কয়েকজন দুষ্কৃতী মিলে তান্ডব চালায় চন্ডীতলা এলাকায়। চন্ডীতলা থানার অন্তর্গত নবাবপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে ছিট পুকুর উত্তরপাড়ার বাসিন্দা শেখ আমজেদকে কয়েকজন বহিরাগত দুষ্কৃতী মিলে মারধর করতে থাকে বলে অভিযোগ। সেইসময় পথচারীরা দুষ্কৃতীদের ধরে ফেলে। চলে পাল্টা গণধোলাই।
চন্ডীতলা থানায় খবর দেওয়া হলে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় চন্ডীতলা থানার পুলিশ। ঘটনাস্থল থেকে একটি বাইক সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গণধোলাইয়ে আহত দুষ্কৃতীদের চন্ডীতলা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করা হয়। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে চন্ডীতলা থানার পুলিশ।