নিউজ ডেস্ক - পূর্ব বর্ধমানের নলা গ্রামে উদ্ধার হল এক যুবকের দেহ। মৃতের নাম বামদেব রায়।যুবকের মৃত্যুর ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশ ৩ যুবককে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে নলা গ্রামের একটি পুকুর পাড়ে আড্ডা দিচ্ছিল সেই সময়ে বামদেব রায়ের সঙ্গে তার তিন বন্ধু রাজেশ রায়,প্রদীপ মাঝি ও রাহুল দলুইয়ের সাথে ঝামেলা শুরু হয়। ঝামেলা চলাকালীন রাজেশ রায় বামদেবকে ব্যাপক মারধর করে ও ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়।
মারামারির খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যায় বামদেবের মামা অমর রায়। তিনি উদ্ধার করে নিয়ে যান। অভিযোগ যে, সেই সময়েও রাজেশ হুমকি দিয়ে বলে বামদেবকে একা পেলে খুন করে দেবে। এর কিছুক্ষণ পর অমর রায়ের বাড়ি থেকে বামদেব নিজের বাড়ির যেতে চাইলে, মামা তাকে কিছুটা এগিয়ে দিয়ে বাড়ি ফিরে যান।
ভোরবেলা গ্রামেরই একটি ড্রেনের পাশে ওই যুবকের দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে রাজেশ রায়, প্রদীপ মাঝি ও রাহুল দলুইকে গ্রেফতার করে। ধৃতদের সোমবার বর্ধমান আদালতে পেশ করা হয়।