নিজস্ব সংবাদ দাতা: চুঁচুড়া খরুয়া বাজার,মল্লিক কাশেম হাট,শেওড়াফুলি পাইকারি বাজারে অভিযান করে ক্রেতা সুরক্ষা দপ্তর,কৃষি বিপণন দপ্তর ও নিয়ন্ত্রিত বাজার কমিটির আধিকারীকরা।শেওড়াফুলি বাজারে শ্রীরামপুর মহকুমা শাসক পুলিশ আধিকারীকদের নিয়ে ঘুরে দেখেন। চড়া দাম রুখতে গতকাল বৈঠক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সকাল থেকেই পুলিশ সঙ্গে নিয়ে শেওড়াফুলি বাজারে অভিযান করলেন মহকুমা শাসক। কেন এরকম চড়া দাম তা জানতে চেয়ে পাইকারি বাজারে ঘুরে দেখেন মহকুমা শাসক শম্ভুদীপ সরকার ,শ্রীরামপুরের এসিপি-২ শুভঙ্কর বিশ্বাস,শ্রীরামপুর থানার আই সি সুখময় চক্রবর্তী,নিয়ন্ত্রিত বাজার কমিটির সম্পাদক ফিরদৌস রহমান আধিকারীকরা।একই ভাবে চুঁচুড়া খড়ুয়া বাজার,মল্লিক কাশেম হাটেও চলে অভিযান।বিক্রেতাদের দাঁড়িপাল্লা পরীক্ষা করেন আধিকারীকরা।রিনিউ না করায় কয়েকজনের দাঁড়িপাল্লা সিজ করা হয়।আলুর দাম কেজিতে পাঁচ ছয় টাকা বেশি নেওয়ায় খুচরো বিক্রেতাদের সাবধান করা হয়।এই অভিযান আগামী দিনেও চলবে বলে জানিয়েছেন এক আধিকারিক।
Tags
hooghly