জাঙ্গিপাড়া: রাত দুপুরে সরকারি অনুমোদন ছাড়া চলছে বেআইনিভাবে খোড়াখুড়ি



নিজস্ব সংবাদ দাতা: বেআইনিভাবে অবৈধ খনন জাঙ্গিপাড়া পি এস এর অধীনে মন্দারন দিলাকাশের তথ্য অনুযায়ী আবারো অবৈধ ভাবে খোঁড়াখুঁড়ি চলছে। খবর পাওয়া মাত্রই বিএসআরটি ঘটনাস্থলে পৌঁছায় এবং দেখতে পায় যে একটি খননকারী অর্থাৎ জেসিবি গাড়ি (WB20U4258), মাধ্যমে খোঁড়াখুঁড়ি চলছে অর্থাৎ এই বেআইনি কাজটি সরকারের অনুমোদন ছাড়াই চলছিল। যারাই কাজটি করছিল মূলত তাদেরকে নানান জিজ্ঞাসাবাদ করা হলেও তারা ঘটনাটি এড়িয়ে যায় সর্বোপরি উত্তর দিতে পারেনা। পাশাপাশি তারা কিন্তু সংশ্লিষ্ট বিভাগের কোন অনুমতি পত্র দিতে পারেনা সেই পর্যায়ে দাঁড়িয়ে চালকসহ খননকারীকে আটক করা হয়।



পরে বিএলএন্ডএলআরও জাঙ্গিপাড়াকে অবহিত করা হয় এবং বিএলএন্ডএলআরওর একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে খনন কাজকে অবৈধ ঘোষণা করে। সেই অনুযায়ী BL&LRO জাঙ্গিপাড়াকে অভিযোগ জমা দিতে বলা হয়েছিল। প্রসঙ্গত, বিএলআরও জাঙ্গিপাড়া,অজ্ঞাতদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয় এবং তার ভিত্তিতে এফআইআর শুরু করা হয় পাশাপাশি আটক করা হয়েছে জেসিবি। আরও তদন্ত চলছে।


Monisha Roy

মনীষা রায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ছাএী।পরবর্তীতে জার্নালিজম নিয়ে পড়াশোনা ।দেশভাগের সাহিত্য আলোচনা।মাঝেমধ্যে একটু আকিবুকি কাটা পাশাপাশি ছন্দ মিলিয়ে কবিতা লেখা।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন