নিজস্ব সংবাদ দাতা: এবার ছেলে ধরা সন্দেহে উত্তেজনা ডানকুনিতে। উত্তেজিত জনতার হাত থেকে বাঁচাতে অভিযুক্তকে তৃণমূলের পার্টি অফিসে আটকে রেখে খবর দেওয়া হয় পুলিশকে।পুলিশ এসে ওই ব্যক্তিকে আটক করে নিয়ে যায় থানায়।জানা গেছে বেলঘরিয়ার বাসিন্দা রাহুল পাত্র ডানকুনিতে এসেছিলেন আত্মীয় বাড়িতে।তার আড়াই বছরের ছেলেকে নিয়ে ডানকুনি বাজারে যান আজ দুপুরে।সেখানে একটি দোকান থেকে চিপস কিনে ছেলেকে দিতে গিয়ে দেখেন এক ব্যক্তি তার ছেলেকে কোলে তুলে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে।এরপর শিশুর বাবা চেঁচামেচি শুরু করেন লোক জড়ো হয়ে যায়। অভিযুক্ত ব্যাক্তিকে ছেলেধরা সন্দেহে মারধোর শুরু হয়।
স্থানীয় ১৬ নম্বর ওয়ার্ডের তৃনমূল কাউন্সিলর
শুভজিৎ গাঙ্গুলী খবর পেয়ে চলে আসেন।তার অফিসে ঢুকিয়ে অভিযুক্তকে জনতার হাত থেকে রক্ষা করেন।পুলিশ খবর পেয়ে গিয়ে ওই ব্যাক্তিকে থানায় নিয়ে যায়।অভিযুক্তের কাছ থেকে পাওয়া ভোটার কার্ডে দেখা যায় তার নাম পাপু ভাবাব। বাড়ি আসামের নগাঁও তে।ঠিক কি কারনে ডানকুনিতে এসেছিলেন তা খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ।