দিঘার সমুদ্রে স্নান করতে নেমে সুন্দর ডুবে মৃত্যু হল এক পর্যটকের

 


নিউজ ডেস্ক - ওল্ড দিঘার সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক পর্যটকের। গত বেশ কয়েকদিন ধরে একাধিকবার এরকম ঘটনা ঘটায় উদ্বেগ বাড়ছে দিঘায়। কিছুদিন আগে বাংলাদেশের এক পর্যটক শঙ্করপুরের সমুদ্রে তলিয়ে মারা যান।

ওল্ড দিঘা ও নিউ দিঘায় সর্বত্রই সমুদ্রে পর্যটকদের ভিড়। সকাল থেকে সমুদ্রের ধারে ভিড় করছেন পর্যটকরা। জোয়ারের সময়টুকু বাদ দিয়ে দিঘায় সমুদ্রস্নানে নামছেন তাঁরা। রবিবার সি-হক গোলা ঘাটের কাছে স্নান করতে নেমেছিলেন ব্যারাকপুরের টিটাগড়ের দীপঙ্কর নন্দী (২৮)। সেই সময় জোয়ার চলছিল। ফলে সমুদ্রও উত্তাল ছিল। দীপঙ্করের সঙ্গে দিঘায় আসা এক প্রতিবেশি বলেন, “আমরা সকলে স্নান করতে গিয়েছিলাম। ঢেউ যেখানে প্রবল ছিল, ও আসতে আসতে সেখানে চলে যায়। এদিকে এত বড় বড় ঢেউ আসছিল, ও আর নিজেকে সামলাতে পারেনি। ঢেউ টেনে নিয়ে চলে যায়।”

দীপঙ্করের সঙ্গীরা তো বটেই, আশেপাশের পর্যটকরাও চিৎকার করতে শুরু করেন। চিৎকার শুনে সিভিল ডিফেন্সের নুলিয়ারা ছুটে তাকে উদ্ধার করে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

সূত্রের খবর, বৃহস্পতিবার বাসে ওঠেন, এবং শুক্রবার দিঘায় নামেন। দু’দিনার ছুটির আনন্দে মাঝে রবিবার এই দুর্ঘটনা ঘটে যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন