নিউজ ডেস্ক - মাথায় হেলমেট, মুখে মাস্ক বেঁধে ও কাঁধে একটা ঝোলানো ব্যাগ নিয়ে এক পাইকারি মুদি দোকানে এক পাঁচশোর নোট নিয়ে ঢুকেছিল এক যুবক। সেই পাঁচশো টাকা ভাঙিয়ে খুচরো করার নামে লাখ টাকার বান্ডিল নিয়ে পালিয়ে গেল যুবক। রবিবার সন্ধেবেলাতে অবাক করে দেওয়া এই ঘটনাটি ঘটেছে হুগলির শেওরাফুলি হাট চত্বরে। ভরা বাজার এলাকার মধ্যে যুবকের এমন দুঃসাহসের কথা জানাজানি হতেই অবাক হয়ে গিয়েছেন আশপাশের দোকানিরাও। ব্যবসায়ীদের মধ্যে একটি আতঙ্কের সৃষ্টি হয়েছে।
রবিবার সন্ধে যুবকের এই কাণ্ড ধরা পড়েছে দোকানে বসানো সিসিটিভি ক্যামেরায়। সূত্রের খবর, ওই পাইকারি মুদিখানা দোকানের মালিক সন্দীপ ভগত সেই সময় দোকানে ছিলেন না। তাঁর এক প্রৌঢ় কর্মচারী সেই সময় দোকান সামলাচ্ছিলেন। সেই সময়েই হেলমেট, মাস্কে মুখ ঢেকে ওই যুবক দোকানে আসে। প্রৌঢ় কর্মচারীকে পাঁচশো টাকা দিয়ে অনুরোধ করে সেটি ভাঙিয়ে দেওয়ার জন্য। মুদি দোকানের ওই কর্মচারীও ওই যুবককে সাধারণ ক্রেতা ভেবে ক্যাশবাক্সের দিকে যান টাকা খুচরো করার জন্য।
কর্মচারীর পিছু পিছু ওই যুবকেও ক্যাশবাক্সের দিকে এগিয়ে গিয়ে উঁকিঝুঁকি মারতে থাকে ক্যাশবাক্সের মধ্যে। প্রৌঢ় কর্মচারী যখন ক্যাশবাক্স থেকে পাঁচশো টাকার খুচরো বের করতে ব্যস্ত হয়ে পড়েন, ঠিক সেই সময়েই প্রৌঢ়ের সামনেই ক্যাশবাক্সের থেকে এক বান্ডিল নোট তুলে নিমেষে কাঁধে ঝোলানো ব্যাগে পুরে ফেলে যুবক। প্রৌঢ় কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় গোটা ঘটনাটি। এমনকী প্রৌঢ়কে যে পাঁচশো টাকার নোট দিয়েছিল খুচরো করে দেওয়ার জন্য, সেই খুচরো টাকাও নেয় যুবক। তারপর দোকান থেকে বেরিয়ে চম্পট। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে, হেলমেটধারী ওই যুবক যখন এই কীর্তি ঘটাচ্ছিল, তখন দোকানের বাইরে অপেক্ষা করছিল আরও এক যুবক। ক্যাশবাক্স থেকে টাকা নিখোঁজ হওয়ার বিষয়টি বোঝা মাত্রই পুলিশের দ্বারস্থ হন ব্যবসায়ী। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত শুরু করেছে শ্রীরামপুর থানার পুলিশ।