নিউজ ডেস্ক - স্কুলে ক্লাস চলাকালীন আইসিডিএস-এর ছাদের চাঙড় ভেঙে পড়ায় গুরুতর চোট লেগেছে শিক্ষিকার মাথায় । পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর -২ ব্লকের খেপুত দক্ষিণবাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর বাড় গ্রামে একটি আইসি ডি এস সেন্টারের ঘটনাটি ঘটেছে। আহত শিক্ষিকার নাম মল্লিকা চক্রবর্তী ।
সূত্রের খবর, উত্তরবাড় ২ সংসদে অবস্থিত ৭১ নম্বর আইসিডিএস সেন্টারের ভবন একেবারেই ভগ্নপ্রায়। দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে সেখানে।সোমবার হঠাৎ করেই শিক্ষিকার মাথায় সিলিং থেকে চাঙর খসে পড়ে । যথেষ্ট চোট পান শিক্ষিকা। ঘটনার খবর পাওয়া মাত্রই শিশুদের অভিভাবকেরাও ছুটে যান।
ওই এলাকার গ্রামবাসীদের অভিযোগ জানাচ্ছেন যে, দীর্ঘদিন যাবৎ ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। কেন্দ্রের দেওয়াল , সিলিং সর্বত্রই বড় বড় ফাটল, পলেস্তরা খসে খসে পড়েছে। তারমধ্যেই কোনও রকমে স্কুল চলে। বারবার আবেদন জানিয়েও উপায় হয়নি।
যে কোনও মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার পর পরিদর্শনে যান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তন্ময় সাহা। তিনি বলেন, “আমরাও বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি। ওই আইসিডিএস সেন্টারটি ওই ভাঙ্গা বিল্ডিংয়ে বন্ধ রয়েছে। স্কুলের বাইরেই চলছে রান্নাবান্না, বন্ধ বাচ্চাদের পড়াশোনা।” বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেই জানিয়েছেন উপপ্রধান।