ভূগর্ভস্থ জলাধারে মেরামতির কাজ করতে গিয়ে শ্বাসকষ্টের জেরে মৃত্যু হল দুই শ্রমিকের

 


নিউজ ডেস্ক - দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের পার্ক এভিনিউ এলাকার একটি আবাসনের ভূগর্ভস্থ জলাধারে মেরামতির কাজে নেমে শ্বাসকষ্টের জেরে মৃত্যু দুই শ্রমিকের। মৃত রাজমিস্ত্রি ও সহকারি রাজমিস্ত্রির নাম বাবলু শেখ (২৭) ও হুমায়ূন শেখ(৫৫)।

 ওই এলাকার একটি আবাসনের ভূগর্ভস্থ জলাধারের সংস্কারের কাজ চলছিল। ১৫ দিন আগেই জলাধারের ঢালাই হয়। এরপরেই মালদহ ও মুর্শিদাবাদের রাজমিস্ত্রি সহ সহকারিরা ঈদ উপলক্ষে বাড়ি ফিরে যান। ১৫ দিন পর ফিরে এসে আজ ,বুধবার ঢালাইয়ের পাটা খোলার কাজ করতে যান বাবলু। সেইসময়ে জলাধারে নেমে দমবন্ধ হয়ে আসছিল বাবলুর। বাবলুর চিৎকার করতেই সেখানে ঝাঁপ দেন রাজমিস্ত্রি হুমায়ুন শেখ।কিন্তু তাঁরও প্রবল শ্বাসকষ্ট শুরু হয়। এরপর সেই সময় উপরে থাকা আরও এক রাজমিস্ত্রির সহকারি চিৎকার করতেই ছুটে আসে স্থানীয় বাসিন্দারা।

তারপর তাঁরা দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার পুলিশ এবং দমকল বিভাগে খবর দিতেই দমকল বিভাগের কর্মীরা এসে তাদের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেন বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। তারপরেই দেহগুলি দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় ।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন