নিউজ ডেস্ক - শনিবার বিকালে বড়তলা থানার কাশী বোস লেন ও বিধান সরণি সংলগ্ন এলাকায় কলকাতা পুরসভা দ্বারা খোলা গর্ত থেকে উদ্ধার হল এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃত দেহ।সেই মহিলার দেহ কিভাবে ওই গর্তে এল তা নিয়ে উঠছে প্রশ্ন।পুলিশ আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
সূত্রের খবর, ক্ষুদিরাম বোস কলেজের উল্টোদিকে ট্রামলাইনের পাশে সপ্তাহখানেক ধরে জলের পাইপলাইনের কাজ চলছিল। এইদিন সকালে ওই গর্ত থেকে পচা গন্ধ পান স্থানীয়রা।বড়তলা থানায় খবর দিতেই পুলিশ এসে মাটি সরিয়ে দেহ উদ্ধার করেন।প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ওই মহিলার বয়স ৪০ থেকে ৪৫- এর মধ্যে। তাঁর মৃত্যু হয়েছে দু - তিন দিন আগে। এই ঘটনার পর স্থানীয়রা পুরসভার বিরুদ্ধে গাফিলতির অভিযোগ জানাছেন।