চলতি বছরের অলিম্পিক্সে বিশেষ নজর থাকতে চলেছে বাংলার মেয়ে আভা খাটুয়ার উপর

 


নিউজ ডেস্ক - চলতি বছরের ২৬ জুলাই প্যারিসে আয়োজিত হতে চলেছে অলিম্পিক্স।গতবারের সোনা জয়ী নীরজ চোপড়ার নেতৃত্বে ১৭ জন পুরুষ ও ১১ জন মহিলা অ্যাথলিট সহ ২৮ জনের দল এইবারের অলিম্পিক্সে নামতে চলেছে । আর তাদের মধ্যে থেকে বিশেষ নজর থাকবে ২৯ বছর বয়সী বাংলার মেয়ে আভা খাটুয়া।

ট্রাক অ্যান্ড ফিল্ড অ্যাথলেটিক্স শুরু হবে ১ আগস্ট থেকে এবং শেষ হবে ১১ আগস্ট । আভা খাটুয়া বাংলার মেয়ে হলেও বর্তমানে তিনি মহারাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন । গত বছর এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ১৮.০৬ মিটার ছুড়ে মনপ্রীত কউরের সাথে যুগ্ম রুপো জয়ী হয়েছিলেন।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন