নিউজ ডেস্ক - অবশেষে সফল হল মন্ত্রীর সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক । এর সাথে উঠে গিয়েছে ধর্মঘট।কিন্তু এরপরও অধিকাংশ বাজারে এখনও আলু পাওয়া যাচ্ছে না। এইদিকে যেসব দু-একটি বাজারে কিছু আলু পাওয়া যাচ্ছে তাদের দাম লাগামছাড়া। কিছু অসাধু ব্যবসায়ীরা আগে থেকে মজুত রেখে প্রতি ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে আলু বিক্রি করছেন। আলু ব্যবসায়ী সমিতির জেলা সম্পাদক বরুণ পণ্ডিত বলেন, “গত কয়েকদিন ধর্মঘটের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শুক্রবার থেকেই বাজার স্বাভাবিক হতে শুরু করবে।”
আলু ভিনরাজ্যে রপ্তানির ক্ষেত্রে কড়া পদক্ষেপ নিয়েছে সরকার। ভিনরাজ্যের সীমান্তে আলুর গাড়ি আটকে দেওয়ার প্রতিবাদেই আলু ব্যবসায়ীরা ধর্মঘট শুরু করেছিলেন। তাঁদের ধর্মঘটের জেরে বাজারে আলুর অভাব দেখা দেয়। ফলে সুযোগ বুঝে কিছু ব্যবসায়ীও আলুর দাম বাড়িয়ে দেন।
Tags:
WEST BENGAL