নিউজ ডেস্ক - শহরে যেন অগ্নিকাণ্ড লেগেই রয়েছে । ফের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা সামনে এলো ধাপা মাঠপুকুরের কাছে সায়রাবাদে মঙ্গলবার সকালে ১১ ট ২৫ মিনিটে আগুন লাগার খবর পায় দমকল। সূত্রের খবর মোবিল কারখানার গুদামে আগুন লাগে। ভিতরে দাহ্য পদার্থ থাকায় আগুন ভয়াবহ রূপ নেয়। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ২০টি ইঞ্জিন।
প্রসঙ্গ অনুযায়ী ,কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার শপিং মল ‘অ্যাক্রোপলিসে’ আগুন লাগার ঘটনা ঘটে। তারপর ব্যাঙ্কশাল কোর্টের পিছনেও অগ্নিকাণ্ড হয় গত সপ্তাহে।
দমকল সূত্রের খবর , বর্ষার দুপুরে হু হু করে বায়ু প্রবাহের কারণে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে। কারখানায় মজুত ছিল ইঞ্জিন অয়েল। ফলে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়ে ওঠে না । কারখানা থেকে আশপাশের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আগুন লাগার পর এক ঘণ্টা কেটে গেলেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর প্রথমে ৫টি ইঞ্জিন পৌঁছেছিল ঘটনাস্থলে। পরে ইঞ্জিনের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। কালো ধোঁয়ায় ক্রমশ ঢেকে গিয়েছে গোটা এলাকা।