নিউজ ডেস্ক -পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের জাড়া গ্রামে জায়গা নিয়ে বিবাদের জেরে ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। অভিযোগ ছিল যে একজনের জায়গায় অপরজন ঘর বানাচ্ছেন।এই নিয়ে ঝামেলার লেগেই ছিল।কিন্তু তা আজ ভয়ানক পরিণতি নেয় ।
সূত্রের খবর, সিদ্ধার্থ শঙ্কর রায় নামের এক ব্যক্তির সঙ্গে তার প্রতিবেশী আনন্দ দত্তের জায়গা নিয়ে ঝামেলা ছিল। সিদ্ধার্থ বাবুর স্ত্রী সোমা রায় দেবীর দাবি, তাঁদের জায়গায় জোর করে প্রতিবেশী আনন্দ দত্ত নির্মাণকাজ চালাচ্ছেন। এরপর প্রতিবাদ করলে আনন্দ দত্ত ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার চেষ্টা করেন সিদ্ধার্থ রায়কে। আশঙ্কাজনক অবস্থায় সিদ্ধার্থ শঙ্কর রায় ঘাটাল মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার খবর পেয়ে চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে আনন্দ দত্তকে আটক করে নিয়ে যায়।
এই বিষয় আহতের স্ত্রী বলেন, “জায়গা নিয়ে কথাকাটি। সেই সময় আনন্দ ওর ছোট ছেলে বিশ্বজিৎকে ডেকে বলল রড দিয়ে মার। আমি আটকাতে চেষ্টা করি। কিন্তু রড দিয়ে ওর মাথায় মারল। এরপর দা দিয়ে তিনটে কোপ মেরেছে।”