বিগত ৪ মাসের তুলনায় আজ সোনার দাম সর্বনিম্ন

 

নিউজ ডেস্ক - মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের এতদিন সোনার দাম নিয়ে খুব আক্ষেপ ছিল । এবার সেই আক্ষেপ শেষ। কমল সোনার দাম। বিগত ৪ মাসের মধ্যে আজ সব থেকে সর্বনিম্ন দাম সোনার।

 ভারতে বাজেটে সোনা-রুপোর উপরে আমদানি শুল্কে ছাড় হওয়ায় এক ধাক্কায় সোনার দাম অনেকটা কমেছে। বাজারের পরিসংখ্যান অনুযায়ী, বাজেটের পর প্রায় ৯ শতাংশ দাম কমেছে সোনার।

আজ রবিবার, ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৩২৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৩ হাজার ২৫০ টাকা।

২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৯০০ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৬৯ হাজার টাকা।

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৫১৭৫ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৫১ হাজার ৭৫০ টাকা।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন