এক সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে একটি বাস , আহত ৮ জন



নিউজ ডেস্ক - পাঁশকুড়ায়  ভয়াবহ বাস দুর্ঘটনা পাঁশকুড়ায় জখম হলেম আটজন যাত্রী।ঘটনাটি সোমবার দুপুরে পাঁশকুড়া মেছোগ্রামের মাঝখানে এই দুর্ঘটনা ঘটে। বাসযাত্রীদের অভিযোগ যে, নিয়মের তোয়াক্কা না করেই প্রবল গতিতে ছুটছিল বাসটি। এরপরই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পাঁশকুড়া থানার বিশাল পুলিশবাহিনী। এই ঘটনার পরই বাস ফেলে পালিয়ে যান বাসের চালক।

সূত্রের খবর, সোমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে প্রায় ৪০ জন যাত্রীদের নিয়ে বেসরকারি বাস হাওড়ার উদ্দেশে রওনা দিয়েছিল। পাঁশকুড়া-মেছোগ্রামের মাঝখানে আচমকাই বাসের সামনে চলে আসেন এক সাইকেল আরোহী। তাঁকে বাঁচাতে গিয়ে বাসটি রাস্তার পাশে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান যে, বাসটি একদিকে কাত হয়ে উল্টে যায়। সাংঘাতিক জোরে একটি আওয়াজও হয়। এরপরই বাসের ভিতর থেকে আর্তচিৎকার আসতে থাকে। ছুটে আসেন এলাকার লোকজন। তড়িঘড়ি উদ্ধারকাজে হাত লাগান তাঁরা।

বাসে থাকা আটজন যাএী গুরুতর জখম হন। পাঁশকুড়া থানার আইসি ও বিডিওর উপস্থিতিতে আহত বাসযাত্রীদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দু’টি ক্রেনের সাহায্যে উল্টে যাওয়া যাত্রীবাহী বাসটিকে উদ্ধার করে পুলিশ। চালকের খোঁজ ইতিমধ্যে তল্লাশি শুরু হয়েছে।

Priyanka Dey

প্রিয়াঙ্কা দে । আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা । পরে খেলাধুলা নিয়ে মিডিয়া জগতে প্রবেশ। বর্তমানে DNN বাংলার ও KKR এর কনটেন্ট টিমে কর্মরত।

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন