নিউজ ডেস্ক - সোমবার কুলতলিতে প্রতারণার মামলায় অভিযুক্ত সাদ্দাম লস্করের ডেরায় অভিযান চালানোর সময় ৪০ ফুট লম্বা এক সুড়ঙ্গ সন্ধান পায় পুলিশ। যা বাড়ির বেডরুম থেকে শুরু হয়ে মিশেছে বাড়ির পাশেই এক খালে। এই সুড়ঙ্গ ঘিরেই জমাট বাঁধতে শুরু করেছে বিভিন্ন প্রশ্ন। বাড়ির মধ্যে কেন এই সুড়ঙ্গ? কী এর কাজ? কেন এই সুড়ঙ্গের প্রয়োজন হল বাড়ির মধ্যে?
এই বাড়ি, খাল, সুড়ঙ্গ সবকিছু মিলিয়ে অবস্থানগত সুবিধা রয়েছে যথেষ্ট। কিছুদূর এগিয়েই এই খাল গিয়ে মিশেছে মাতলা নদীতে। ফলে প্রতারণার কারবারে অভিযুক্তদের পক্ষে বেগতিক বুঝে পালানো অনেকটাই সহজ। সুড়ঙ্গ থেকে এক বার খালে নেমে এলেই, ডিঙি নৌকায় চেপে সবার নজর ছড়িয়ে মাতলা নদী হয়ে পালিয়ে যাওয়া যেতে পারে।
গত সোমবার কুলতলিতে সাদ্দামের বাড়িতে অভিযানে গিয়ে আক্রান্ত হয়েছিলেন পুলিশকর্মীরা। ঘটনায় সাদ্দামের স্ত্রী রাবেয়া-সহ দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু সাদ্দাম এখনও অধরা।