নিউজ ডেস্ক - সোমবার ভোরে মা ফ্লাইওভারের উপরে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি। সূত্রের খবর, গাড়িতে দুইজন যাত্রী ছিলেন। ভাগ্যক্রমে তাদের কারোরই গুরুতর আঘাত লাগেনি। সল্টলেকের দিকে আসছিল ওই প্রাইভেট গাড়িটি। সেই সময়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, অত্যন্ত দ্রুতগতিতে আসছিল গাড়িটি ফলে নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই উল্টে যায় গাড়িটি।গাড়িতে চালক ছাড়াও ছিলেন এক যুবক। তারা কেউ-ই গুরুতর আহত হননি। দুর্ঘটনার সময় তাঁরা মাদকাসক্ত ছিলেন কি না, তা খতিয়ে দেখবে পুলিশ। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরানোর ব্যবস্থা করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে মা ফ্লাইওভারে।
Tags
accident