নিউজ ডেস্ক - ভারতীয় ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ।অবশেষে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেশে ফিরছে টি-২০ বিশ্বকাপ জয়ী ভারত । গত ২৯ জুন বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত (India) টি-২০ বিশ্বকাপ (T20 World Cup) জিতেছে তারপর থেকে সেখানেই আটকে ছিল বিশ্বজয়ীরা। এ বার বিশ্বকাপ ট্রফি ও দলবল নিয়ে দেশে ফিরছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।
নিজস্ব ইন্সটাগ্রামে সূর্যকুমার যাদবের পাশে বিমানের ভেতর দাঁড়িয়ে একটি ছবি শেয়ার করেছেন রোহিত। যেখানে দেখা গিয়েছে স্কাই হাসছেন এবং রোহিতের হাতে থাকা বিশ্বকাপ ট্রফির দিকে ইশারা করছেন। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘বাড়ি আসছি।’ সঙ্গে একটি লাল হৃদয়ের ইমোজি এবং একটি চ্যাম্পিয়ন ট্রফির ইমোজি।
বিসিসিআইয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়ন টিমের জন্য এক চাটার্ড ফ্লাইটের আয়োজন করা হয়েছে। এয়ার ইন্ডিয়ার স্পেশাল ওই চাটার্ড ফ্লাইটের নাম হল AIC24WC (Air India Champions 24 World Cup)। বার্বাডোজ থেকে ওই বিমান সেখানকার স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪.৫০এ ছেড়েছে। দিল্লিতে ভারতের চাটার্ড ফ্লাইট পৌঁছনোর কথা বৃহস্পতিবার সকাল ৬.২০ নাগাদ। দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতীয় ক্রিকেটারদের দেখা করার কথা। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর চ্যাম্পিয়নদের মুম্বইয়ে একটি রোড-শো করার কথা। এরপর ওয়াংখেড়েতে একটি সংবর্ধনা অনুষ্ঠান হবে। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের সেক্রেটারি জয় শাহর হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেবেন রোহিত শর্মা।