HOOGHLY : হুগলির আরামবাগের একটি সিনেমা হলে আগুন

 


নিউজ ডেস্ক - মঙ্গলবার সকালে হুগলির আরামবাগ শহরের করুণা সিনেমা হলে আগুন। দমকলকর্মীরা প্রাথমিক ভাবে মনে করছেন, এসি থেকে শর্ট-সার্কিটের কারণেই এমনটা হয়ে থাকতে পারে। যদিও আসল কারণ জানতে চলছে তদন্ত। এলাকার লোকজনরা জানান, রাস্তা থেকেই তাঁরা  হলের মধ্যে থেকে গলগল করে ধোঁয়া বেরিয়ে আসতে দেখেন। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার মধ্যে থেকেই আগুনের  শিখা দেখতে পাওয়া যায়। ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এলাকায়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সে বিষয়ে এখনও কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। 

দমকল আধিকারিক দেবতনু মিত্র বলছেন, “আমরা যখন এসেছিলাম তখন দেখি আগুন জ্বলছে। আমরা নেভানোর কাজ শুরু করি। এখন আগুন নিয়ন্ত্রণে। হলের ম্যানেজার বলছেন, একটা এসি পুড়ে গিয়েছিল। সেখান থেকে আগুনটা লাগতে পারে বলে মনে হচ্ছে।” হলের এক কর্মী বলছেন, “১১টা থেকে তো শো ছিল। আমরা তো হলে এসে দেখছি এই অবস্থা। মনে হচ্ছে তিন তলার এসি থেকে লেগেছে। সে কারণেই ব্যালকোনিটা জ্বলে গিয়েছে। যা যা ছিল ওখানে সব পুড়ে গিয়েছে।” 

একটি মন্তব্য পোস্ট করুন

Please Type Your Valuable Feedback.
Keep Supporting. Flow as on YouTube & Facebook.

নবীনতর পূর্বতন