নিজস্ব সংবাদ দাতা: যোগীর রাজ্যে অর্থাৎ হাথরাসের রতিভানপুরে গত মঙ্গলবার ধর্মীয় অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠানটির শেষ হতে না হতেই ছুটোছুটি শুরু হয়ে যায়। তৈরি হয় চরম পর্যায়ের বিশৃঙ্খলা। তারই অন্তিম পরিস্থিতি হয় পদপিষ্ঠতা। এই অনুষ্ঠানে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয় কমপক্ষে ১০৭ জনের। সূত্রের খবর অনুযায়ী, মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা। তবে স্থানীয় বাসিন্দাদের দাবি মৃত্যুর সংখ্যা ক্রমশই বাড়ছে।
উক্ত ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ অনেকেই।তৃণমূলের পক্ষ থেকে শুরু হয় মোমবাতি মিছিল। কালো কাপড় মুখে এবং পোস্টারে লেখা প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই। ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার কারণেই এই ঘটনা ঘটেছে। চুঁচুড়া খাদিনা মোড় থেকে ঘড়ি র মোর পর্যন্ত চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নেতৃত্বে এই মিছিল হয়।